সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কাদের মির্জা করোনা আক্রান্ত 

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কাদের মির্জা করোনা আক্রান্ত 

নোয়াখালীর বসুরহাট পৌরমেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা করোনায় আক্রান্ত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার ফলাফলে বিষয়টি জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সেলিম।

তিনি বলেন, দুইদিন পূর্বে মেয়রের সহধর্মিণী আকতার জাহান বকুল করোনা আক্রান্ত হন। পরে শারীরিক অসুস্থতা দেখা দেয়ায় পরীক্ষা করে মেয়র কাদের মির্জার শরীরেও করোনা শনাক্ত হয়।

দুজনকে পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বড়রাজাপুর গ্রামের বাড়িতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

টিএইচ